আপন ফাউন্ডেশন

কবিতা – ইদ

Date:

Share post:

লাবিব মাহফুজ

তবু ভালো থাকি –
ঝরা বকুলের মালা হয়ে, একটিবার পরশ-সুখে
ঠাঁই পাবো তব কন্ঠে! আশায় আকীর্ণ করে প্রাণ –
সুখেই থাকি!

আপীড়িত আত্মা আমার!
শত সহস্র অভিমান বুকে জমায়ে –
তবু প্রতীক্ষায় থাকি!
তবু আসুক আমার চির লাঞ্ছিত ইদ!

দূর্বার ক্ষোভ তব! জ্বালিয়ে দিক আমার গর্বের প্রাসাদ!
তবু আশায় থাকি! আসুক চির বিক্ষুব্ধ ইদ!

বন্ধু!
তব ঘৃণা-মাল্য খানি
সহস্র রজনীর জমাট কালোছায়া –
আমায় তাড়িয়ে ফিরে প্রতি মুহুর্তে!
এতো অবাঞ্ছিত প্রণয় আমার!

কেনো প্রিয়
নির্দয় বিতাড়নের এতো নিষ্ঠুর আঘাত গুলো!
আমি বারবার ফিরে আসি ভয়ে!
প্রণয় পরিণাম যেনো অর্থহীন না হয়!
বারবার অসার হয়ে আসে তায়েফের রক্তাক্ত পা!
আমি বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকি!
কি অব্যর্থ তব বিষবাণ! কি নির্দয়!
তাড়িয়ে দেয়ার কি নিষ্ঠুর বর্বরতা!

অবশেষে! দুহাতে আঁখি মুছে ফিরে আসি!
ফের স্বপ্ন দেখি মূর্ছিত মোজেস আবার তুরে সীনায়
প্রেমালাপে মত্ত বন্ধুর সাথে!
বন্ধু, তোমার দেয়া প্রণয়-পরিনাম
প্রাণপণ সয়ে যাবো আমি!
ক্ষত-বিক্ষত দেহ-মনের সীমানায়!

তোমার দেয়া সকল অবরোধ
প্রাণপণ মেনে যাবো আমি!
তবু – বিদ্রোহী হৃদয় –
রয়ে যাবে একাকী দাড়িয়ে – তোমার প্রত্যাবর্তনের প্রান্তসীমায়!
যত কঠোর-ই হোক প্রিয় তোমার প্রত্যাখ্যান –
ততই উচ্চ মহিমায় জাগিবে আমার সমর্পণ!
আজো, প্রতিক্ষণ, আশায় থাকি পায়ে পেষা বকুল-দল!
ফের মালা হয়ে, জড়ায়ে রবো বন্ধু!
কন্ঠ তোমার!

রচনাকাল – 20/02/2020

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles