সংগীত – লা ইলাহা ইল্লাল্লাহু হরদমে করো স্বরণ

লাবিব মাহফুজ

লা ইলাহা ইল্লাল্লাহু হরদমে কর স্বরণ,
কলেমা ব্রহ্মান্ড জোড়া রেখ ঈমান ও একীন।

আয়নাল একীনের ঘরে, দেখ কলেমা সাবেত করে
আসমান জমীন তার ভিতরে করে বিরাজন।

কলেমা লেখা নূর কালি,তে দীপ্ত রূপে মোয়াল্লাতে
নফি এসবাত যুক্ত তাতে অখন্ড রূপ প্রকাশন।

লাবিব রইল অচেতনে, নাই চৈতন্য গুরুধ্যানে
রূপ নিরিখে মুর্শিদ ভজনে হবে কলেমা দরশন।

রচনাকাল – 03/11/2020

আপন খবর