লাবিব মাহফুজ
তোলো এবার পর্দা তোলো দেখি!
আমার আঁখির আগুন ঠিকরে পরে
জ্বলুক তোমার অঙ্গ সখি!
আমি তো নই মুসা নবী, দেখে ছবি
তুরে সিনাই বেঁহুশ হবো!
জ্বলছি আমি হেরার নূরে, সুরে সুরে
অনল তোমার, না জ্বলিবো!
আমি ইব্রাহিম নই, আলী আমি
প্রভু-স্কন্ধে চরণ রাখি!
আনাল হক জালাল ধারা, অগ্নিঝড়া
আমার অগ্নি আঁখির সামনে আসো,
থাকলে হিম্মত তোমার, পর্দা তোলার
নগ্ন স্বরূপ – তুরে বসো!
আমার আঁখির অগ্নিবানে, প্রণয়সনে
পুড়বে তুমি, নিদয় সাকী!
রচনাকাল – 30/08/2022