লাবিব মাহফুজ
তোমারে জানিবার উদগ্র বাসনা মোর
আমাতে ধরিবো তোমারে,
তোমারে পাইবো আমার সীমা মাঝে
আমার অনন্ত বাসরে।
সসীম আমার নব পুষ্প মুকুলে
অসীম সুবাস তব ফুটাইলে প্রভু,
আমারে বানাইয়া অনন্তের পথিক
আমাতে প্রকাশিলে চির নিত্য ঋভূ।
এতো চিরকালের সাধনা তোমার
আমাতে লভিবে ঠাঁই,
তোমাতে আমাতে নিত্য মাখামাখি
রহিবে আমাতে সদাই।
রহ চিরকাল সর্বঅঙ্গে মোর
সকল ব্যাপিয়া হিয়ায়,
তব সাধনাই পূর্ণ হোক আজি
সকলি হোক তোমাময়।
রচনাকাল – 27/06/2020