সংগীত – ভুলে কি যাবে মোরে

লাবিব মাহফুজ

ভুলে কি যাবে মোরে?
না জাগি যদি শরতও প্রাতে
এমনও রজনী গভীরে?

না আসি যদি চকিতে তোমার
বুকের আলিঙ্গনে,
না লিখি যদি কবিতা এমন
তোমার স্মৃতি স্বরনে –
তবে কি আমায় না রাখিবে মনে
প্রণয় বিরহ বাসরে?

না যদি গাই মোর কন্ঠছেড়া গান
লাজ মেখে দুনয়নে,
না ডাকি যদি পিছন হতে প্রিয়
আসিতে মোর বেণুবনে –
তবে কি তুমি ত্যাজিবে আমায়
ভুলে যাবে চিরতরে?

রচনাকাল – 05/12/2020

আপন খবর