লাবিব মাহফুজ
আমার মাটির দেউল সাজাই বৃথা
ধূপধূনো আর উপাচারে!
তুমিতো নূর, জ্যোতির ধারা – প্রভু
আসবে কি মোর মাটির ঘরে!
এ মোর অলখ-লিখন ভাগ্য-কারা
সর্বহারা ধরায় প্রাণ –
আমি খুঁজি আমার প্রাণদেবতায়
ভরতে আলোয় হৃদ কানন!
মাটির প্রদীপ জ্বালায়াছি
তাইতো দেহের রূপ আঁখরে!
আমার এ মাটির গন্ধে, মদিরানন্দে
মেতেছিলে মাতঙ্গিনী
এলে তাইতো অভিসারে, স্বরুপ ধরে
মায়া-কুঞ্জ বিহারিণী!
এবার নয়নে মোর নয়ন রেখে
মিটাও তৃষা রূপ সায়রে!
রচনাকাল – 17/01/2023