লাবিব মাহফুজ
যেদিন মহাকালের ডাক আসিবে
অকূল কূলে ধরতে পারি –
সেদিন তুমি সহায় হইয়া
ত্বরাইও মোর জীর্ণ তরী।
দয়ালরে –
যেদিন ঝড় উঠিবে অকূল সাগর
তুফান ভয়ংকর,
আমার নড়বড়ে এ জীর্ণ দেহ
হবে বেকারার। রে মন –
হবে বেকারার।
আমি বাহিরিব নতুন পথে
ভাঙা এ ঘর ছাড়ি।
দয়ালরে –
আমি যে নিশিথ ঝড়ে নীড় হারানো
অসহায় এক পাখি,
কোন কূলে আর বাঁধব বাসা
কেঁদে ভেজাই আঁখি। রে মন –
কেঁদে ভেজাই আঁখি।
আমায় দিও আশ্রয় তোমার ঘরে
হে দয়াল কান্ডারী।
দয়ালরে –
কাটলো জিবন ভূলে আমার
মোহমায়ার ঘোরে,
তবু কৃপাবারির আশায় আছি
দয়াল নামের জোরে। রে মন –
দয়াল নামের জোড়ে।
অধম লাবিবেরে দিও তোমার
চরণ কৃপা করি।
রচনাকাল – 26/01/2023