লাবিব মাহফুজ
আজ বিচূর্নিত মোর আপনত্ব, আমার সকল অভিপ্রায়
আজ নির্লিপ্ত মোর ইচ্ছা সকল। ধরার প্রতি ধুলি কণায়!
এক অনন্ত উন্মাদনা, মরিবার, ত্যাজিবার সকল আপন
আপনাকে রেখে পদতলে তোমার, সাধিতে শ্রীরূপ ধ্যান।
তোমার অন্তহীন প্রেমের এক সুবাসিত মায়া কানন
বেঁধে রাখে তোমার করে, আমায় নিশিদিন।
যবে ভেঙ্গে দিলে মোর খাঁচায় ঘেরা হৃদ পিঞ্জরের বাঁধ
বদ্ধ আঁখি মুক্তি পেল, প্রাণে জাগিল প্রেমের সাধ।
তোমারে তখন দেখিবারে পেলাম অনন্ত মুক্তির ধামে,
মুক্ত করিলে বাঁধিতে মোরে, অসীমের – সুন্দরের প্রেমে।
মৃত্যু হইল চিরমিলন দ্বার, মরিয়া চরণ তলে,
রহিলাম নিরবধি মৃতপ্রাণ হয়ে, চরণের ধুলি জালে।
সুন্দর সকল- তোমার অন্তর হতে, বাধিল আমারে হায়
আমি মরে মরে সে সুন্দরে আজো, রয়েছি মৃতপ্রায়।
এ মরণ মোর চির মিলন আজি, মরিয়া পাইব প্রাণ,
তোমার দেওয়া সে প্রাণ আমার, হইবে মৃত্যুহীন।
আমারে রাখিও ক্ষমার মিনারে, দয়ার সাগর নাথ
যেন মরে মরে মরণ হতে, হারা নাহি হই পথ।
অগনিত মোর আপনার ভিড়ে তোমায় যেন গড়ি-
এক আমি করে। যে আমি জগতে শ্রীচরণ মায়াধারী।
দাও মোরে অনন্ত বেদন, দলিত কর এ দেহ-প্রাণ-মন
অস্বিত্বে মোর জাগাও শুধু, তোমার অবিরাম ধ্যান।
যেনো জেগে থাকে মোর অন্তরাত্মায় নিরবধি তব রূপ
আমারে হারায়ে সদা যেন পাই- তোমার বিভুতির ধূপ।
রচনাকাল – 08/08/2016