লাবিব মাহফুজ
চরণ ধুলি পড়লে তোমার
কাবা আমার কেবলা হবে,
তুমি বিনে আরশে আজীম
দোযখ সম, অসার ভবে!
ঐ চরণ তলে যে ধারা বয়
তারে সিদরাতুল মুনতাহা কয়,
ঐ চরণ চিহ্নে মাকাম গড়ে
সেজদা দিবো আপন রবে।
মোহাম্মদী নূরের স্রোতে
বাইতুল মামুর রয় অনন্তে,
ঐ রূপ নিহারে রাখলে নয়ন
হরদমেতে দীদার পাবে।
কৃপাসিন্ধু কৃপা দানে
শরন দিও শ্রীচরণে,
মুর্শিদ আমার কেবলা হয়ে
থেকো সদায় প্রাণ বিভবে।
রচনাকাল – 24/05/2020