লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. মানুষতত্ত্বে বা মানবমহত্ত্বে অবিশ্বাসীরাই শয়তান।
2. পরম প্রভুতে তথা পরিপূর্ণ মানুষে আত্মসমর্পন ব্যাতিত পূর্ণতা প্রাপ্ত হওয়া অসম্ভব।
3. আহলে বাইয়াতের অনন্ত ঐক্যতায় কদীম কোরআন প্রস্ফুটিত হয় মানব মানস সরোবরে, নিত্য চিন্ময় জগতে।
4. প্রতিটি পবিত্র মানব সত্ত্বাই চিরজীবনের অধীকারি। যে জীবন নিরবধীকাল, চির শ্বাশত।
5. মানুষের সুন্দরতম রূপ মহান প্রভুরই রূপ। তাই পুজা করো চির সুন্দর মানুষের।
6. আল্লাহর গুণের পরিপূর্ণ প্রকাশ একমাত্র এই মানুষে। তাই মানুষ বাদে বাকী সকলই খন্ডিত চেতনায় আবদ্ধ। একমাত্র পূজনীয় এই মানব রূপ।
7. তোমার মুক্তি পরিপূর্ণ রূপে তোমার মানবরূপ প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে। অন্য কোনো উপায়ে নয়।
8. সকল কিছুকেই চির বর্তমানে তথা নিজের মধ্যে অবলোকন করাই তত্ত্বজ্ঞান।
9. সেটাই জ্ঞান, যা তোমার গুরুজ্ঞান জাগ্রত করে ও গুরুপ্রেম বৃদ্ধি করে। বাকী সকলই পরিত্যাজ্য।
10. অতীত ভবিষ্যত আপনাতেই আত্মস্থ। একমাত্র আপনাতে স্থির থাকাই অখন্ড কালের সাধনা। বাইরের জগৎসমুহ জুলমাত বা বেনিশান।
লেখক – লাবিব মাহফুজ চিশতী