লাবিব মাহফুজ
এ নিঃসীম শূণ্যতা –
এ নিরব আর্ত-চিৎকার
না পৌঁছাক কারো কান অব্দি!
উপলব্ধিগুলো!
ইয়াকুবের হাহাকারের মতোই –
ভেসে ভেসে যাক দূর দিগন্তে!
শুধু একটু ইউসুফের শরীরের ঘ্রাণ
অন্যায় চাওয়া কি?
এভাবেই আকুলতাগুলো জেগে থাক
ছয়শো কোটি বছর!
অন্তরাত্মায় বহন করে –
ছয়শো কোটি পাপ! ক্ষমাহীন!
শুধু কেঁদে চলেছি নূহের মতো!
প্রত্যাখ্যানের অসীম যন্ত্রণা
বহন করে সর্ব-অস্তিত্বে
একাই রয়ে গেলাম!
সিনাইয়ের মতো অস্বীকার করলে
সকল প্রতিশ্রুতি!
ক্ষমাহীন!
নাইবা বুঝলে আমায় –
আমি অসহায় রাখালটির মতো
রয়েই যাবো –
প্রত্যাখ্যানের উপত্যকায়।
রচনাকাল – 22/09/2022