সংগীত – কি নিষ্ঠুর ও সাজিয়ারে বন্ধু

লাবিব মাহফুজ

কি নিষ্ঠুর সাজিয়ারে বন্ধু
প্রাণে দিলি জ্বালা,
তোর প্রেম অনলে ধূকে ধূকে
পুড়ে হইলাম কয়লা।

এই পরাণে বান্ধিতে তোরে, মনে ছিল আশা
তুই না আসিলি হৃদ বাসরে, আমায় করলিরে নিরাশা।
তোর প্রেম অনলযে সর্বনাশা, গলে বিরহ মালা।

তোরে লইয়া কত স্বপন দেখেছি নিরলে
তোর আশাতে প্রাণ দরজা, রেখেছিলাম খুলে
ও তুই আঘাত দিয়া হৃদয় মূলে, বাড়াইলি জ্বালা।

তোর প্রেমিক বলে কত মোরে দিলিয়ে যাতনা
তবু যে তোর নামের মালা, হৃদয়ের বাসনা।
লাবিবের এই শেষ কামনা, প্রাণে আসিও নিরালা।

রচনাকাল – 08/10/2015

আপন খবর