আপন ফাউন্ডেশন

১০ – কি ভুল করিলি রে মন

Date:

Share post:

মোতালেব হোসেন চিশতী

কি ভুল করিলি রে মন
না চিনে অমূল্য রতন,
গুরু হইলো পরশমণি
দুগ্ধে যেমন রয় মাখন।

গুরুকে মানুষ ভেবো না, গুরুতে রয় নিরঞ্জন
পুষ্পে যেমন বাস্প থাকে, গুরু হয় তেমন একজন।
গুরুকে জানো জানের জান, তরাবে হাশর ও ময়দান
গুরু বিনে হইলে মরণ, আসফালাতে হয় গমন।

গুরু হইলো অন্ধের বাতি, করে আধারে আলো দান
যার পরশ পাইবে আলো, কেউ নয় তাঁর সমান।
সঁপিয়া এই দেহপ্রাণ, ভয় রবে না কাল শমন
মরা দেহ জিন্দা হবে, করলে গুরু কৃপাদান।

ইহকাল আর পরকালে, রবে গুরু দোজাহান
যার চরণে বিকায়েছো, তোমার আপন মনও প্রাণ।
তারে দেখলে যদি চিনোরে মন, হিসাব নিবে আর কোনজন
মোতালেব কয় ভজন সাধন, থাকলে চেনা যাবে তখন।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles