কবিতা – দূরত্ব

লাবিব মাহফুজ

আমার আছে শুকনো বালুচর –
খেয়াতরী থাকুক তোমার ডাঙ্গায় জীবনভর!
আমি ঘর-হারা পর আপন করে, স্রোতে বাধি ঘর!

আমার আছে ধূসর সন্ধ্যা
অস্তনীলে স্মৃতিগন্ধা –
আমি দূর সলীলে এ প্রাণ ভাসাই
অকূল দরিয়ার পার!
ঘাটে বাঁধা থাকুক তোমার তরী জীবনভর!

আমি হাওয়ায় হাওয়ায় স্বপ্ন বুনি
প্রাণের টানের আখর টানি –
নাইবা তুমি সাধলে তোমার
মন্দাকিনী সুর –
আমি তোমার প্রাণের তবু
তুমি এতো দূর!

রচনাকাল – 04/01/2020

আপন খবর