লাবিব মাহফুজ
রাখিয়া তাহারে অন্তরও মাঝারে
বনে বনে কেন খুঁজে ফিরি,
হৃদয়ের ধন বাহিরে ফেলিয়া
পরকে খুঁজিয়া আপন করি।
রয়েছে যে তোমার প্রাণেরও মহিমায়
হাসিছে সদা যে নিভৃতে অন্তরায়,
কোন দুরাশায় ত্যাজিয়া সে ধন
অলীক স্বপ্ন নিয়ে বৃথাই ঘুরি।
তোমার পরাণ মাঝে রয়েছে যে একা
প্রেমের পরশে তার পাইবে দেখা
হৃদয়েতে আঁকা সেই প্রাণের ও প্রিয় পরম
তোমার তরেই তার প্রণয় বাঁশরী।
রচনাকাল – 16/04/2018