সংগীত – ভাবি তোমায় দিবানিশি

লাবিব মাহফুজ

ভাবি তোমায় দিবানিশি
লয়ে বুকে হরি নাম,
শ্রী গোবিন্দ প্রেমানন্দে
পুরাও মম মনষ্কাম।

তোমারি বাসনা লালিতে হৃদয়ে
সঁপিয়াছি মন-প্রাণ, অরবিন্দের রাঙা পায় –
চলিতে চলিতে পথে মধুর ও নব-ধামে
ত্যাজিয়ে ধন-মান, চলেছি নামরূপ ভেলায়।
ব্রজেরও কানাই সেজে, চরণে নুপুর বাজে
হৃদয়ে আসিয়া নেচে গাইও স্বনাম।

আরাধনা প্রাণ অপর্নায় প্রার্থনা মম
নিত্য কিশোর রূপে বংশীসুরে ভুলিয়ে এ মন –
প্রাণ নিধির যাতনা শিথিতে পরিয়ে শিরে
হরিয়ে লইও মম আপনার আপন।
প্রেম তরঙ্গে ভাসিয়ে তরী, গাইব নেচে হরি হরি
চরণ ও পরসে সিদ্ধ, করতে চিত্ত ধাম।

রচনাকাল – 14/12/2013

আপন খবর