লাবিব মাহফুজ চিশতী
মক্কা আর মদিনার খবর
জানাও দয়াল কৃপা করে,
শানে নজুল ধরে নবীর
শানে নজুল ধরে।
নবী কোন আকছামে কোন ছুরতে রয়
কোন রূপে নজুলে এসে ধরায় জাহির হয়
কোন রূপে কখন আসে যায়
কয়টি সুরত বলো মোরে।
কোন নবী রয় শাইয়্যিম মিন নূরী
বাশারুম মিছলুকুম বলে কোন নবী প্রচারী
নবী জাত সিফাতে কোনরূপ ধরি
আসিল এই ভবের পরে।
কোন নবী হায়াতুন আর কোন জন ওফাতুন
নবী তত্ত্ব জানতে আমার মনের আকিঞ্চন
আমায় জানাও নবীর ভেদ বিবরণ
লাবিব কয় বিনয় করে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 24/03/2025