লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. অনন্ত প্রেমের বিকাশ মানসেই নির্মিত হয়েছে এ অস্তিত্ব।
2. মানবাত্মার নিত্যময়তায় অবিশ্বাসীরাই যুগে যুগে লালন করে পশুবাদ তথা হায়ানাত’কে।
3. জ্ঞানী হও। তোমার সকল রিপু তখন তোমার জ্ঞান তথা সুন্দরেরই পূজা করবে।
4. আমার প্রতিটি ভালোবাসাই আমার জীবন পথের অনন্ত অনুপ্রেরণা।
5. আজো আমি দন্ডায়মান চির প্রবাহিত মানব সাগরের তীরে। সেই চির পরিচিত রূপে, অনাদী কালের সেই অনন্ত অকূল পারাবারে।
6. আজ থেকে ৭০ হাজার বৎসর পূর্বে, যখন প্রথম কল্পনায় মেলে ধরেছিলাম নিজেকে, সেদিন বিস্মিত হয়েছিলাম নিজের আজকের এ শ্বাশত রুপ দর্শনে।
7. বাস্তবতাই সবচাইতে বড় শিক্ষক। যে বাস্তবসম্মত ভাবেই শিক্ষা দেয়।
8. যদি আস্বাদন করতে চাও মহাসত্যের রস, তবে খুলে দাও আপনার আপনত্বের দুয়ার। তুমিই তো সেই পরম সত্য!
9. আমাদের প্রতিটি মননে ও চেতনায় আত্মোপলব্ধিকে চরমতম গুরুত্ব প্রদান করলেই শাণিত হবে মুক্তিচর্চা।
10. একটা সময় যে কারোই ছিল না, পরবর্তী সময়ে সেই সকলের হয়ে ওঠে।
লেখক – লাবিব মাহফুজ চিশতী