মাওলানা মোফাজ্জল হোসাইন চিশতী
আল্লাহ মহান, শিখায় কোরান, সেই প্রতিষ্ঠান কোনখানে?
আর রহমান, আল্লামাল কোরান –
প্রমাণ সুরা আর রাহমানে।
আল্লাহ শিক্ষা দিচ্ছে কোরান, তাতে সৃষ্টি হয়রে ইনছান
সত্য সুন্দর মধুর বয়ান, প্রকাশে তাঁর জবানে।
দেখিলাম মক্তব মাদ্রাসায়, কোরান মানুষে মানুষরে শিখায়
তাতে হাফেজ ক্বারী মাওলানা হয়, এ প্রথা সবাই জানে।
আল্লাহর শিক্ষায় শিক্ষা নিবো, পরিশুদ্ধ ইনছান হবো
সেই মাদ্রাসা কোথায় পাবো, আকাশে কি জমিনে?
শুনি আল্লাহ সাত আসমানের উপরে রয়, মানুষেতে দীন দয়াময়
মোফাজ্জল পড়িল ধোঁকায়, বোঝাও আমায় জ্ঞানী জনে।