অনুকাব্য – সিক্ত যে আজ মরণ সুধায়

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
শুণ্যতার মহা অনিশ্চয়তায়
ভোগের ইস্পাত কঠিন নিষ্ঠুরতায়
মমতার নিয়তি অবিচ্ছেদ্যতায়
আর কত?
চরাচর ব্যাপিয়া বিরাট মহিমাময়
বন্ধনও তার প্রেম, শান্তি, পূর্ণতায়
আবেশ সেথা প্রাণের, চিরস্থায়ী কল্যাণময়
আসো হে ভাগ্যাহত।

2.
হে অনাগত
আসো এ ধরায় হতে দূরন্ত
তোমার আশীষ মাগে জন্মান্ধ ভূবন-
তোমার প্রতীক্ষায় সুদূর স্পন্দন
তোমার পরশ তারে করিবে প্রশান্ত।
আসো হে দূরন্ত।

3.
প্রেমে যে পথে হোমানলে দগ্ধ হয়ে প্রান,
উছলি উঠে তব নাম খানি, মর্ত্যে স্বর্গ ধ্যান।
হয়ে চঞ্চল বহে আঁখি জল
গাথিয়া মাল্যদল কন্ঠে আলিঙ্গনে,
গঙ্গা যমুনা শত ধারা সম বহিয়া চলিছে
তোমারী মমতা ময়ী ইন্দ্রজাল।

4.
জীবন প্রাণের রুধির ধারায়
সিক্ত যে আজ মরণ সুধায়,
তিলে তিলে গড়ে তোলা জীবন প্রাসাদ
ধুলায় লুটায়ে আজ
লভিতেছি নব স্বাদ।

5.
দূরের সুরে বাজবো বলে
এলাম চলে এ বিজনে,
সঙ্গী করে তোমারী সুর
সেধে নিলাম খুব যতনে।

6.
কেমনে কহিবো সে কথাখানি
খুব সহজে যা প্রাণে জাগে,
মনের অধরে গুঞ্জরিয়া ফিরে
মুখের ভাষায় কেমন অচেনা লাগে।

7.
হৃদয় যখন কাঁদে বন্ধু, তোর নয়নের সুধা পেতে
এ দেহমন হয় উচাটন, না পারি আর ঘরে রইতে।

8.
এক অনন্য মায়ামোহজাল যদি
এভাবে বিপর্যস্ত না করতো আমায়,
হয়তো এর চেয়েও বেশি
পৌঁছে দিত শুণ্যতায় –
তবে হয়তো কিছুটা অবকাশ পেতাম
তন্ন তন্ন করে খুঁজিতে তোমায়।

9.
মায়া বিরহীনির আশা নিশিভোরে
চঞ্চল মন তব স্বপনে সুদূরে
বইছো নিরবধী আদি অনাদৃতায়,
সে যে শুণ্য মগ্ন অবারিত
মায়ানিধি তব হৃদয় সারিত
মনের ঐ কনক দেউলে লুকানো আভায়।

10.
কাঁদি আমি বিরহে তোর
আকুল প্রাণে বন্ধুরে,
আরক্ত ধার অশ্রু ঝড়ে
আমার প্রাণের অন্দরে।
বন্ধ আঁখির রক্ত স্রোতে
এ মোর অশ্রু অঞ্জলী,
দূর বাঁশরীর বিলাপ সম
বাজবো তোরি হৃদয় জুড়ে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর