আপন ফাউন্ডেশন

অনুবাদ – ভালোবাসার চল্লিশ নিয়ম 13&14

Date:

Share post:

পর্ব ১৩ এবং পর্ব ১৪ একত্রে
ভাবানুবাদ – লাবিব মাহফুজ চিশতী

পর্ব ১৩
অনুভব করতে শিখো মহান প্রভুর প্রভুত্বকে। তিনি তো সদা সর্বক্ষণ নিমগ্ন তোমার অভ্যন্তরীন ও বাহ্যিক কার্যাবলীর সাথে। তোমার তুমিত্ব বা আমার আমিত্ব যখন আপনত্ব থেকে বিদায় নেয়, তখনই আমাদের মানবীয় সত্ত্বায় প্রতিষ্ঠিত হয় প্রভুর প্রভুত্ব। তখন আমরা সদা সর্বক্ষণ থাকি মহান প্রেমময়ের প্রেম প্রতিমার চরণ তলে। প্রতিটি মানুষ-ই সৃষ্টিলগ্ন থেকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে আত্মিক ও মানবিক চরম উৎকর্ষতার পানে, যেখানে উন্নতির সর্বোচ্চ নিয়ামক হচ্ছে মহান রব কে আপনত্বে ধারন করা। আমরা মানুষ ¯্রষ্টার এমন একটি অপূর্ণ শিল্প যাকে পূর্ণ থেকে পূর্ণতর করার জন্য আকুলতার সাথে অপেক্ষা ও প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

আমার প্রভু তো নির্মিত হবে আমার হৃদয়ের আকুলতা ও আমার বির্ণিমাণের দক্ষতার ওপর নির্ভর করে। সেক্ষেত্রে আমার প্রভু আমার মতো এবং আমাদের মানব সত্ত্বার সুক্ষ্ম কল্পনা ও প্রভুকে চিত্রিত করার দক্ষতা দ্বারাই নিয়ন্ত্রিত হবে আমাদের সাথে প্রভুর আচরণ। এরুপ অঙ্কিত প্রতিটি প্রভুরূপ-ই সমানভাবে গুরুত্বপূর্ণ।

প্রভুকে নির্মাণ করো আপন প্রজ্ঞা, জ্ঞান আর প্রেমের সমন্বয়ে। তিনি চরমভাবেই তোমাকেন্দ্রিক। এবার তুমি তার অভিমুখী হও।

পর্ব ১৪
আমাদের প্রত্যেকেরই শিখে নেয়া উচিত যে, কিভাবে পরিবর্তন-কে স্বাগত জানাতে হয়। এক একটি পরিবর্তনের মাধ্যমেই প্রেমময় প্রভুর আশীর্বাদ নেমে আসে আমাদের ওপর।
দুর্বল চিত্তের মানুষ স্বভাবতই পরিবর্তন কে ভয় পায়। গতানুগতিকতায় যারা আচ্ছন্ন, তারা চিরকাল পুরাতন কে আঁকড়ে ধরে’ই কাটিয়ে দিতে চায় জীবন। জীবনের নতুনত্বের সংজ্ঞা থেকে ও উপভোগ থেকে তারা বঞ্চিত। জীবন উন্নত থেকে উন্নততর হয় পরিবর্তনের মাধ্যমে।

কখনোই এমনটি ভাবা যাবে না যে, পরিবর্তিত হয়ে জীবন উল্টে যাচ্ছে। বরং এটা ভাবুন যে, পরিবর্তনের মাধ্যমে জীবন গতিময় হচ্ছে, এগিয়ে যাচ্ছে অধিকতর কল্যাণের পথে। আপনি কি জানেন, আপনার বর্তমান জীবনের জীবনের চাইতে আগত জীবন কতখানি ভালো ও উন্নত হতে পারে? সে জীবনের জন্য প্রস্তুত হওয়াই বুদ্ধিমানের কাজ।

দয়াময় আমাদের কে দয়াদানের জন্য প্রস্তুত। দয়া গ্রহণের জন্য আমরা প্রস্তুত কিনা – এটাই হলো আসল কথা। পরিবর্তন মানেই বর্তমান এক একটি অবস্থা থেকে মৃত্যু ও উন্নততর অবস্থানে এক একটি পূনর্জন্ম। অতএব, প্রতিটি পরিবর্তন আসে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।

স্বাগত জানান পরিবর্তনকে। নিজেকে প্রস্তুত করুন করুণাময়ের বিগলিত করুণারাশিকে আত্মায় ধারণ করার জন্য। তিনি তো পরম দয়াময়।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles