সংগীত – নূর মোহাম্মদ সাল্লেয়ালা

লাবিব মাহফুজ

নূর মোহাম্মদ সাল্লেয়ালা নবী আমার সর্বময়,
আউয়াল আখের জাহের বাতেন, চার আকছামে সেইতো রয়।

আরশ কুরশি লৌহ কলম সৃষ্টির আগে নূরীতন
ছিলেন খোদার অঙ্গে অঙ্গীভূত সঙ্গে লয়ে পাঞ্জাতন।
সিদরাতুল মুনতাহার ওপর, দয়াল নবী পঞ্চ আকার
তথা হইতে হইগো জাহির বিশ্ব মাঝে সর্বদায়।

সাফাতে রূপ মিশায়ে রও পঞ্চভূতে নূরানী
এরাদাতে সৃষ্টি প্রলয় তোমার নূরের নিশানী।
যখন মন্থন করে বানাও আদম, তুমিই তাতে হইলে দম
তোমারই নাম জপে হরদম সৃষ্টি সকল বিশ্বময়।

কীর্তিকর্মা নবী তুমি হাইয়্যূন দমে হও প্রচার
অখন্ড মূল নিরঞ্জনে রহ নিত্য অবিকার।
তোমার অঙ্গ হতে সৃষ্টি সকল, পঞ্চ তারায় প্রপঞ্চ ফুল
অধীন লাবিব হইলো আকুল দেখে লীলা প্রেমময়।

03/11/2020

আপন খবর