লাবিব মাহফুজ
চল যাই মদিনা শহরে
যথায় আমার দীনের নবী
হায়াতুনে বিরাজ করে।
নূর সেতারায় ভাসে মোর নবী
চতূর্থ আসমানের মাঝে চমৎকার খুবি
ভূবন জোড়া তাহার ছবি
হায়াত আর মউত জুড়ে।
লাওলাকাতে নবীর হয় গঠন
আরেফ হলে জানতে পাবি নিগুঢ় সে বর্ণন
নূর হতে হয় নূর প্রকাশন
আলমে লাহুত পুরে।
নূর সেতারার ঝলক দেখা যায়
পঞ্চতনে সাজায় নবী জাহান বিশ্বময়
লাবিবের জিবন বেলা যায়
মুর্শিদ স্বভাব না ধরে।
রচনাকাল – 29/09/2023