লাবিব মাহফুজ
প্রাণে আমার একি দারুন জ্বালা
প্রেম অনলে মোর অঙ্গ জ্বলে
গলে বিরহ মালা।
আশা ছিল বন্ধু তোরে বসাইয়া বাসরে
জোৎস্নাধারায় মধূর মায়ায়, রাখিবো আদরে।
জড়াইয়া হৃদ মাঝারে, দেখিবো নিরালা।
এই পরাণে রাখিয়া তোরে, আশার মালা গাথি
তুই যে আমার বাসনার ধন, দুঃখ সুখের সাথী।
আধার ঘরের প্রভাত বাতি, মোরে কইরো না একেলা।
তোরে দেখে দেখে দুই নয়নে আমি মিটাইবো পিপাসা
তোর হৃদয় আঙ্গিনায় বাধবো, শান্তি সুখের বাসা।
প্রেম পিপাসী লাবিবের আশা, শিরে দিও প্রেম ডালা।
রচনাকাল – 09/12/2015