লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. গভীর একাগ্রতা ও মনোযোগই তোমার মনকে দয়ালের শ্রীপাদপদ্মে স্থির করবে। নিয়মিত অভ্যাসের দ্বারা মনকে বেঁধে রাখ, তবেই তুমি মুক্ত হবে।
2. আত্মার সাথে যোগসুত্র স্থাপন করো। আত্মা অনন্ত সমুদ্র, তুমিও কখনো শুকাবে না।
3. প্রেমময় কে লাভ করতে হলে একজন প্রকৃত মানুষের সাথে স্থাপন করো পূর্ণ প্রেমের সম্পর্ক।
4. প্রভুর যথার্থ বিকাশ একমাত্র মানব রূপেই। মুহাম্মদ, কৃষ্ণ, ঈসা, মুসা, বুদ্ধ, কবীর, নানক, লোকনাথ সকল রূপেই তো তিনি পূর্ণ প্রকাশিত।
5. মন যদি তার একাগ্র ও নিবিড় অনুশীলনে স্থিত হয় একত্বে, তবেই স্বতস্ফুর্তভাবে মনে উদিত হবে প্রজ্ঞার দিবাকর।
6. অতিজাগতিক পরমময়তা প্রাণে তখনই উদ্ভাসিত হবে যখন চেতন মনে সর্বদা একটি প্রেমময় মানসিক হাল বিরাজ করবে।
7. প্রভুর মানব কল্পিত রূপ হল নিরাকার বা বেমেছাল। আর প্রভুর প্রকৃত স্বরূপ হল প্রভু গুণে গুণান্বিত মানব রূপ। যা খন্ডিত জ্ঞান সম্পন্ন মানবের উপলব্ধির বাইরে।
8. তোমার জীবন তখনই স্বার্থক হবে, যখন তুমি তোমার সত্ত্বার অভ্যন্তরে লুক্বায়িত সকল রহস্য অবগত হবে।
9. প্রবেশ করো আপন অভ্যন্তরে। তবেই তুমি থাকবে সবচাইতে সুরক্ষিত।
10. তোমার আপনত্বের বাইরে যা কিছু আছে সকলই তোমাকে নিয়ে যাবে ধ্বংসের পথে। অতএব, স্থির হও আপনাতে।
লেখক – লাবিব মাহফুজ চিশতী