শেখ মুবারক হোসাইন ওয়ায়েসী
তোমার শোধন করো দেহখানি
তবেই হবে আত্মজ্ঞানী
শোধন করো দেহখানি।
এই দেহেতে পঞ্চ নফস, পঞ্চগুণ প্রকাশের ঘর
আম্মারাকে বশে এনে, ইনছানি কায়েম কর।
নফস মুৎমাইন্নায় মাওলার দীদার যে মিলে
পরিশুদ্ধ স্বভাব হলে, দেখবি সে রূপ নূরানী।
এ দেহেতে সপ্ত সিফাত, সপ্তগুণ প্রকাশ করে
সাত হরফে কোরান নাযিল, দেখনা তফসির করে।
হলে পরিশুদ্ধ মন, হবে জান্নাতি জীবন
শুদ্ধস্বভাব কায়েম হলে, জাগবে রূহ ইনছানি।
কামেলীনের মাঝে আল্লাহ সর্বদা বিরাজ করে
সেই নিরাকার আকার ধরে, জ্যোতির্ময় এক রূপ ধরে।
যদি তারে পাইতে চাও, ধরো মুর্শিদেরও পাও
অধম মোবারকে জীবন বৃথা, না বুঝে রূপ এরফানী।