কবিতা – অতৃপ্ত চাওয়া

লাবিব মাহফুজ

প্রেমময়, এতো প্রেম কেনো দিলে মোরে
জীর্ণ শীর্ণ মোর ছেড়া কাগজের মতোই অন্তর –
কি করে রাখবো ধরে? এ যে প্রেম
এত যে ভালোবাসা! হৃদয়ের আবেগে বয়ে চলা
ছোট্ট একটি জনম! জানি চলেছি আমি
প্রেমেরই কল্যাণে। অন্তহীন সুন্দর সুদূরে –
তবুও মোর অতৃপ্ত তিয়াসা যেন তোমারী ধ্যানে
তোমারী সন্ধানে যেন অটলিত হয় প্রাণ –
যুগে যুগে মোর প্রেমধারা, রয় যেন চির বহমান।

দৃষ্টিপথে তব হে মহীয়ান
বিচিত্র তব সৃষ্টিলীলার মাঝে মেলিয়া নয়ন
অবাক বিস্ময়ে মুগ্ধ চাহনী তব ফিরিছে মম দ্বারে
জানি অপলক নেত্রে তুমি দেখিছো আমারে!
ক্ষুদ্র, রিক্ত, অযুত বাধনে সিক্ত মোর এ মানব তরনী
অসীম প্রেমময়, সসীম এ তরী পরে, তব গর্বিত চাহনী!

রচনাকাল – 18/02/2018

আপন খবর