কবিতা – প্রভু! এবার মানুষ হও

লাবিব মাহফুজ

যে চিরকাল রয়ে যাবে
তারে ভালোবেসে কি হবে?

ভালোবাসি তারে, যারে ধরা যায়
রয় এ ধরায়, মাটির কারায় –
ক্ষণকাল যে বিরহ মিলনে
দেহ মন প্রাণে মিশিয়া রবে!
যে সকলের –
তারে ভালোবেসে কি হবে?

আমি ভালবাসি মাটির যে জন
আমার মাটির দেহরে করে আলিঙ্গণ
মোর তনু মন প্রাণ তাহারই তরে
চিরকাল জেগে রবে!
সবার উচ্চে যে –
তারে ভালবেসে কি হবে?

যার চরণ জড়ায়ে ধরে তপ্ত নয়ন ধারে
কাঁদা নাহি যায়
যারে শুধুই নিজের করে একান্তে বুকেতে ধরে
বাধা নাহি যায় –
কি করে তারে ভালোবাসিবো
কেমন করে তারে চাহিবো
রহ তুমি দূরে আপন ও বিভবে
যে এত মহীয়ান
তারে ভালোবেসে কি হবে।

থাকো দুরে প্রভু হয়ে কাছে এসো না
কাছের যেজন বন্ধু আমার দুরে যেও না।

প্রসাদ লোভী প্রভু গো আমার
পুষ্প দেউলে থেকো সেজে,
প্রতিদিন তোমারে অর্ঘ্য দানিব
সাজায়ে রাখিব মন্দিরে কারার মাঝে।

মোর যত সুখ দু:খ বাহিরে আসি
গলেতে জড়ায়ে সখা রে আমার, কহিব বসি
তুমি পূজার! পূজা বেদিতে, রহ মহত্ত্ব লয়ে
আমি ভালবাসিবো তারে, সিক্ত হয়েছি
যার ভালবাসা পেয়ে।

তবু রহ নিরবে!
যে এত নিশ্চুপ
তারে ভালবেসে কি হবে?

ভালবাসা পেতে চাও
তবে তোমার সকল মহত্ত্ব ছাড়ি
দাস লোভী, পূজা লোভী, প্রশংসালোভী
সব লোভ পরিহারি
এসো মাটির মানুষ হয়ে যাও!

মাটির বাসরে বসি তোমায় ভালবাসিবো
সুখে দু:খে নিরবধি গলেতে জড়ায়ে রাখিব।

মানুষের ভালোবাসা পেতে হলে প্রভু
মানুষ হয়ে এসো আগে,
এসো মানুষের সুখে দু:খে মানুষ রূপে
জীবন মরণ ভাগে।

মানব তীর্থের মন্দিরে বসি
তোমারে বাসিবো ভালো –
মানুষ প্রভু এই মানুষে মানুষে
আসিবে স্বর্গ প্রেমের আলো।

রচনাকাল – 08/08/2018

আপন খবর