আপন ফাউন্ডেশন

সংগীত – মুহাম্মদী নূরের আলোয়

Date:

Share post:

লাবিব মাহফুজ

মুহাম্মদী নুরের আলোয় আত্মা যখন হয় উজ্জল
সেই আত্মার করিলে দর্শন তখন মেরাজ হয় কবুল।

মেরাজ মানে আত্মদর্শন, নিজ রূপ করো নিরূপন
তোমার স্বরূপে করে বিরাজন, নূরময় মোহাম্মদী ফুল –
সে ফুল ফুটাও তোমার মনের বনে, তবেই হবে মওলা হাসিল।

আউয়াল আখের জাহের বাতেন, চার আকসামে নুরের আসন
স্বরূপেতে নূর সিংহাসন, তথায় আছে মুর্শিদ দয়াল –
ঐ জ্যোতিতে নয়ন পড়িলে, রূপ শারাবে রই মাতাল।

স্বরূপের সেই শ্রী রূপ মহান, সে রূপে বান্ধিও নয়ন
নিরবধী থেকো অটল, রূপ নিরিখে ধরে হাল –
অধম লাবিব বলে ঐ নূর দর্শন, সালাত ও মেরাজের মুল।

রচনাকাল – 26/08/2018

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles