সংগীত – প্রাণেরও প্রণতি জানাতে প্রাণপতি

লাবিব মাহফুজ

প্রাণের ও প্রণতি, জানাতে প্রাণপতি
ও রাঙা চরণে পুষ্প ছিটাই,
মোর কনক ও কাননে তোমার বাসর সাজাই।

তমালও ছায়ায়, তোমার বাঁশরী মায়ায়
প্রণয়ও কাননে মোর রাঙা জবা দল,
দু হাতে অর্ঘ্য ডালি, ভরিয়া হৃদয় কলি
রাঙা ও চরণের, বাসনা উছল!
ঐ আঁখিরও সুধা বানে, আবেশ মেখে এ পরাণে
সঁপি ঐ শ্রীচরণে, এ তরীর ঠাঁই।

আজ অনন্ত হরষ তান, জড়িয়ে ওই শ্রীচরণ
বিনোদিনীর অভিসার, এ প্রাণের গান,
নয়নে মরম ভাসে, আঁখি স্রোতে প্রেম আসে
এ বাসর তোমার এ যে বিজন গাহন!
অনন্ত বিভাবরী, পূর্ণ তুমি রূপও ধারী
ও রূপে রহে নরন, স্বরূপে সদাই।

রচনাকাল – 20/05/2018

আপন খবর