সংগীত – আমি যে কন্টক কাব্য শাখে

লাবিব মাহফুজ

আমি যে কন্টক কাব্য-শাখে!
ফুল হতে চেয়ে হয়েছি বিবাদ –
অবাধ স্বপ্ন মেখে চোখে!

আমি যে আনন্দভৈরবী! ওগো
কুসুম আলোয় ফোটা জগত-মানিনী
নিত্য পাতিত কবি!
আজি সুর-হারা মোর আনন্দভৈরবী!
আমি হারা-নীড়, ভোলা-পথ, একাকী
জিবন নদীর বাঁকে!
আমি যে কন্টক কাব্য-শাখে!

আমি যে সুধারায় অধরা প্রাণ! ওগো
আমি ভেসে যাই মোর আপন আবহে
সাথে নিয়ে যত অকল্যাণ!
আজি হারা-হিয়া ব্যাপী! অকল্যাণ!
আমি ধ্যানের মৃণালে ফুটায়েছি যে
না লেখা কাব্য-টাকে!
আমি যে কন্টক কাব্য-শাখে!

রচনাকাল – 06/12/2022

আপন খবর