লাবিব মাহফুজ
মম হৃদয় পদ্মাশন তোমার, ওগো কালাচাঁন
পাতিয়া দিলাম এ বুক, রাখো দু চরণ –
হৃদ পদ্ম ফুটিছে প্রিয়, চরণেরও আশে
ভালোবাসায় ভরেছে মন তোমারী সুবাসে
হোকনা চোখে চোখে মধূরও মিলন।
তব দর্শনও পিয়াসী মন আকুলও অধীর
চিত্ত বিমোহিত ভারী, কোথা সে নাগর?
আস সম্মুখে মম, ওগো প্রিয়তম
হেরিয়া জুড়াক হিয়া, রঙিন হোক পরাণ।
ডঙ্কা বাজিয়ে সখি, এস হৃদ মাঝে
সাদিকও প্রভাতে এসো, না আসিও সাঝে!
তোমারী প্রতিক্ষাতে, রজনী পারায়ে শত
আঁখিতলে মম আশা ছিল কত
আধারো বিদারী প্রিয় মম স্পন্দন –
সে যে তোমার, তোমার, ওগো, তুমিই মোর জিবন।
রচনাকাল – 06/12/2012