আপন ফাউন্ডেশন

কবিতা – একান্তে

Date:

Share post:

লাবিব মাহফুজ

কি করে লুকাবি আমায়?
আমি তো ঐ চোখের কাজলে
নিয়ত সাঁতরে বেড়াই!

হৃদয়ের আদিগন্তে ভেসে চলি
ঠিকানাহীন মেঘের মতো!

তোর আকাশ-মাটির সিমানা জুড়ে
বয়ে যাই অগ্নি-জলের মিতালীতে!

তোর সর্বান্তকরণে – এঁকে দিয়ে
বন্ধুত্বের অসীম উপলব্ধিগুলো –
রয়ে যাই! তোর একান্তে!
কি করে লুকাবি আমায়?

রচনাকাল – 07/02/2023

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles