আপন ফাউন্ডেশন

বাণী – কর্ম, জ্ঞান, ভক্তি

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. জীবনে যতটুকু অপূর্ণতা, তা পূর্ণ করার একমাত্র সময় এই জীবনটাই।

2. চরমতম তৃষ্ণা ও আকুলতা নিয়ে ধাবিত হও প্রভুর পানে। মনে রেখ, তাকে পাওয়ার আকুলতা যত বেশি, সে তত নিকটে।

3. সত্য সর্বদাই স্বমহিমায় সমুজ্জল। কোনো কলুষতা কখনোই সত্যকে প্রভাবিত করতে পারে না।

4. আমরাও অসীম। তাই আমরা অনন্তকে, অসীমকে বুকে ধরতে পারি। ব্যার্থ হই তখনি যখন ভুলে যাই যে- আমরা অসীম।

5. প্রতিটি ধর্মই মানুষকে শিক্ষা দেয় আপনার আত্মিক শক্তিকে জাগ্রত করতে।

6. তিনিই পূর্ণ যিনি স্বধর্মে নিষ্ঠ।

7. আপন আত্মাকে ইমাম রূপে দাঁড় করাও। তবেই সত্যাকাশে পতপত করে উড়বে ধর্মধ্বজা।

8. প্রাণের ঈশ্বরত্ব বোধ’ই সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য্য।

9. মুক্তপ্রাণ তিনিই, যার জীবন কর্ম-জ্ঞান-ভক্তির সংমিশ্রণে গঠিত।

10. মানুষ মাত্রই প্রভুর বিভূতি প্রকাশের এক শ্রেষ্ঠতম আধার। যেখানে প্রতিনিয়ত প্রকাশিত হয় প্রভুর গুণরূপী সকল অলৌকিকত্ব।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles