লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
দেখবি যদি সে রূপ সুন্দর
আয় না প্রেমিক দলে,
সে মহিমা সদায় থাকে
প্রেমের ছায়া তলে।
2.
যেথায় বন্ধন, মুক্তি সেথায়
অসীম খুঁজো সসীমে
সকল রূপের রূপ মনোহর
বিরাজ করে মানব ধামে।
3.
সংসার তোমার মানব জীবন
অনন্ত চৈতন্যধাম
ও জগতেই আদি অন্ত
অবিনাশী প্রেমাশ্রম।
4.
ভীষণ রূপ ঐ বিভীষণে
পথ আগলাইয়া রাখিছে,
মুর্শিদ রূপ নিরিখ না হলে
পথচলা তোর হয় মিছে।
5.
বিশ্বাস ভক্তি ও রূপ পানে
হৃদয় মনে রাখ স্থির,
প্রেমাসক্তির ভাব জোয়ারে
মাতাল প্রাণে করো বিহার।
6.
বয়ে চল অনন্ত পানে
মুর্শিদ রূপ নিরিখ করে,
ঐ চরণের দাসী হয়ে
ভাব সাগরে বৈঠা ধরে।
7.
মুর্শিদ তোমার চরণ সেবার
যোগ্য আমি নই,
আমার দীলের আধার দূর করিয়া
ঐ চরণে দিও ঠাঁই।
8.
মুর্শিদ তোমার শ্রীচরণে
আশ্রয় দিও অভাগারে,
ঐ চরণ শরণ বাধনে বাধো
তোমা হতে যেনো না যাই দূরে।
9.
আমার প্রাণের নাথ তুমি গো
আমার প্রভু ভগবান
তোমার চরণ ধূলি শীরে যেনো
আশীষ রূপে রয় অনুক্ষণ!
10.
গুরুরূপে, গুরুপ্রেমে বিলাও আপন অস্তিত্ব
সে রূপ মাঝে ডুবলে তোমার, জাগবে আপন মহত্ত্ব।
লেখক – লাবিব মাহফুজ চিশতী