লাবিব মাহফুজ
বাধো তারে দৃষ্টিতে, একান্ত সংগীতে
সৃষ্টির প্রতি পলে পলে
অনুধ্যানে, আবরণে, হৃদয় মূলে।
বিরাজিছে যে তোমার অন্তরআত্মায়
প্রকাশিত করো তারে সর্ব আত্মায়
গোপনও বিজন কুঠিরে, ভজ তারে হৃদয় ভরে
থাকে যেন শ্রী চরণ, দ্বাদশ দলে।
তোমারে লইতে আপনার করে
বিলাইল যে মহান, অনন্ত আপনারে
ঐ রাঙা শ্রীচরণ, রাখো হৃদে অনুক্ষণ
মাতাইয়া তনু মন, বসিও অটলে।
হৃদয় মাঝেতে যবে বাজে শুধু তার সুর
আঁখিবানে বিদ্ধ যার, হৃদয় দেউল তূর
তেমনি প্রেমিক সেজে, সদা থাক ঐ রূপ মাঝে
লাবিব মন বিরাজে, শ্রীচরণ তলে।
রচনাকাল – 28/08/2018