কবিতা – জিবন পথ

লাবিব মাহফুজ

মোর হৃদয় পেছন পানে, কার লাগি যেনো হায়
মন উদাস করা কার বাঁশির সুরে, বারে বারে ফিরে চায়।
আমিতো খুঁজে না পাই তারে
সেতো মায়া জাগানিয়া, মায়াতে আমায়, ডাকে বারে বারে।

কার যেনো হায় শীতল কোলের সরস পরশ লাগি
পথিক আমি যুগ যুগান্ত পথেতে রয়েছি জাগি।
আমি হেরী সে বিরহী ডাকিছে আমায়, অতন্দ্র নিশার শেষে
জোছনার সনে মধুর প্রণয়ে, প্রণয়ী চাঁদের দেশে।

আমারে সে তো ডাকে
জন্মান্তরের এ স্রোত মাঝে, জীবন নদীর বাকে।
সে সদা প্রেমও ভরে, দুহাত বাড়ায়ে, আমার পথে পথে
কেঁদে কেঁদে যায়, দিবস নিশিথে, মমতার মহারথে।

সে যে আমার বড়ই আপনজন
জীবন মোহনায়, সে সদা বাজায়, মরন মহান বীন।
উদাস করা সে সুরধ্বনী জগতের প্রতি প্রাণে
জাগিয়ে তুলে জীবন প্রেরণা, মরন সুরের গানে।

রচনাকাল – 09/05/2019

আপন খবর