আপন ফাউন্ডেশন

বাণী – বাঙ্ময় কোরান

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. আল্লাহর অরূপ শক্তি এই মানবে রূপ পরিগ্রহ করে, মানবকে করে তুলেছে স্বর্গীয় সুষুস্মায় সমুজ্জল।

2. এক অজুদে যখন এক সত্ত্বা প্রতিষ্ঠিত হবে তখনই প্রস্ফুটিত হবে মানব ধর্ম।

3. ওহী কালামের উৎস কোরআনের উৎপত্তিস্থল হলো এই মানুষ। যে তার সত্ত্বাস্থিত সবাক স্বভাব বা কালিমুন সিফাতের দ্বারা ঐশিবাণী বাক্যাকারে প্রকাশ করে।

4. সৃষ্টিলীলাকে অখন্ড বর্তমান কালে মানব সত্ত্বায় অবলোকন করাতেই মানব জন্মের স্বার্থকতা।

5. অনন্ত মহাসৃষ্টির অখন্ড পরিপূর্ণ রূপ এই মানুষ। যেখানে আদি অন্তের সকল কিছূই প্রোথিত।

6. আধার সমাকীর্ণ মুর্দার কাফেলা হতে যে অসীম সাহস ও শক্তিমত্তার সাথে উঠে আসে চিরঞ্জিব লা মউতের জগতে, সেই মানুষ রতন।

7. অনুমানে খোদা বিশ্বাস মানবাত্মার মুক্তির পথ রুদ্ধ করার প্রধান হাতিয়ার।

8. জগৎসমুহের উর্দ্ধে অনন্ত চৈতন্যধাম তথা আসমানে মানবাত্মার বিহার। জগৎ সমুহে সৃষ্টিসকল কিয়ামত তথা ধ্বংসের আওতাধীন। আর মানুষ চিরঞ্জীব।

9. বাঙ্ময় কোরআনই চিরবর্তমান ওহী কালাম। যা প্রতিটি মানব সত্ত্বায় অবস্থিত।

10. ইনছানিয়াত অর্জনের জন্য আঠারো হাজার মাখলুকাতের বন্ধন চ্ছিন্ন করতে হয়।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles