লাবিব মাহফুজ
আমি আকুল হয়ে চেয়ে আছি গো দয়াল
অকূলের কূল শ্যামরায় –
দয়া করে ঘুচাও আমার, প্রেম বিরহের দায়
আমি অভাগিনী রাধা সম প্রেম অনলে পুড়া
আমার ভাঙা অন্তর শ্যাম বিহনে, না লাগিবে জোড়া।
আমার প্রাণ বাঁচেনা তারে ছাড়া, না দেখি কোনো উপায়।
প্রাণ হরিয়া প্রাণের বন্ধু, লুকাইলো কোন বনে
আমি তমাল তলে রাধারাণী, কাঁদি রাত্রদিনে।
অধম লাবিব কান্দে তার বিহনে, জল ছাড়া মিন নিরুপায়।
রচনাকাল – 16/10/2020