সংগীত – তব চরণ পরশে সঞ্চারে মম

লাবিব মাহফুজ

তব চরণ পরশে সঞ্চারে মম
অসার দেহে প্রাণ,
তব স্বরণে মম হৃদয় কূলেতে হয়
ভক্তি নদী বহমান।
প্রভু আমি অভাজন, তবু দিও শ্রীচরণ, দয়াময়
মনে প্রাণে ধ্যানে, প্রেমোময়, দাও প্রেমোধন।

দাও স্বরণ বাঁধন, বাঁধো চরণে মন
তোমাতে অহর্নিশি,
মম আধার দীলে, জ্যোতিতে তব
জ্বালাও দীপ্তশশী।
যেনো বার বার আমি ফিরে ফিরে আসি
তোমা পানে অনুক্ষণ।

অবিরাম যেনো মোর আঁখির সলিলে
তোমার রূপের তরী ভাসে পাল তুলে।
ঐ শ্রীরূপ হেরিতে হেরিতে প্রিয়
যেনো হয় আমার মরণ।

রচনাকাল – 03/02/2018

আপন খবর