কবিতা – অনন্ত সুর মূর্চ্ছনা

লাবিব মাহফুজ

বয়ে চলে এ জগত! জিবন!
এক অনাদী অদৃশ্য কে মূর্ত করার তাগিদ নিয়ে!
কাল প্রবাহে!
দূর্বার গতি নিয়ে এগিয়ে চলে এক অনন্ত স্থিরতা!

বার বার ফুটে ওঠে এক অনন্ত অসীম
বুদবুদের মতো!
ক্ষুদ্র ক্ষুদ্র দেহে – আবার যায় মিলিয়ে!
এভাবেই চলতে থাকে যুগ যুগান্তর!

অযুত চোখে অরূপ সত্ত্বা দেখে চলে
অনন্ত রূপরাশি!
ছোট ছোট দেহের দেউলে বেজে ওঠে
এক একটি পূর্ণতর সংগীত!

বয়ে চলে জগত! জিবন!
একটি সংগীত তার অনন্ত সুর-মূর্চ্ছনা নিয়ে
বেজে উঠবে প্রতিটি কন্ঠে!
এই প্রত্যাশায়!

রচনাকাল – 13/01/2023

আপন খবর