লাবিব মাহফুজ
তোমরা কোরান পড়ো জ্ঞানে
আমি কোরান পড়ি – প্রথম প্রেমের
উন্মত্ততায়, শিহরণে!
তোমরা কোরান পড়ো প্রাজ্ঞতায়
আমি কোরান পড়ি নবীন কিশোরের
সবুজ প্রাণের চঞ্চলতায়।
তোমাদের কাছে কোরান জিবনদর্শন
আমার কোরান প্রেম বিহ্বল অন্তরের
প্রণয়-বিরহ উপাখ্যান।
তোমাদের কোরান পাঠ সম্মিলিত, প্রতিজনে
কোরান আমার প্রিয়ার চিঠি, আমি পড়ি তাই
লুকিয়ে, সঙ্গোপনে!
তোমাদের কোরান তোমাদের, সকলের
আমার কোরান শুধুই আমার
একান্ত অনুভবের!
কোরান শুধু আমার জন্য।
জগতে আমি ছাড়া কেউ কোরান বুঝবে না।
রচনাকাল – 07/10/2022