অনুকাব্য – কোরান কালাম রূপক বাণী

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
পবিত্র তব কালাম ধ্বনী
প্রাণে জাগায় প্রেরণা দল,
মুর্শিদ ধ্যানে নয়ন রেখে
ঐ চরণের হও কাঙাল।

2.
উৎকৃষ্ট সব কাহিনী রূপে
তোমায় দিল আশীর্বাদ,
লয়ে সে দান শিরে তুলে
ভাঙো ধরার সকল বাধ।

3.
কোরান কালাম রূপক বাণী
কাহিনী সব গল্পকথা,
পর্দার আড়ে সত্য মজুদ
রয়না সে যথাতথা।

4.
বিশ্বাস হলো আসল ধর্ম
জ্ঞানের সকল পরিচয়,
নিত্য মুক্তি বিশ্বাস মাঝে
বিশ্বাসে না রয় সংশয়।

5.
ভিন জাতি আজ ভিন্ন পথে
স্রষ্টায় করে মাল্যদান,
মুসলিম আজ বেশের ধোঁয়ায়
স্রষ্টায় করে অসম্মান।

6.
ঘোর দুর্দশা প্রতিক্ষায় রহিয়াছে
মুসলিম শিরে হানিবে আঘাত,
মুসলিম জাতি আজ কাফের বেঈমান
ছাড়িয়া দিয়াছে ঐশী প্রেমের পথ।

7.
ধর্মের নামে মারিছো মানুষ
এ কোন বিধি ধর্ম বিধান,
মূর্খ তোমরা শুণ্য জড়
বিন্দুমাত্র নাই ধর্মজ্ঞান।

8.
নিষ্ঠুরতার প্রলয় নিশান
উড়াইয়াছ ধর্মের নামে,
দাজ্জালের দল ! ধর্ম ত্যাজি
ছড়াও ঘৃণা! ধরাধামে?

9.
মরফিয়া ডোজড জাতির তরে
কি বলবো আর নতুন করে,
মাতাল দলের পাতাল খানায়
মরুক ওরা জীবন ভরে।

10.
টের পাচ্ছো কি যাচ্ছে সরে
পায়ের তলার মাটি সব,
বদ্ধ প্রাণে অন্ধ ঘুমে
মৃত্যুর করো বর্বরোৎসব।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর