লাবিব মাহফুজ
আত্মতত্ত্ব জেনে করো সাধনা
কে তুমি ছিলে কোথায়, আছো কোথায়, যাবে কোথায়-
এসব না জানিয়া কভূ, পিরিতে মইজো না।
আগে নিজেকে চিনো বলছে রাসুল পাকে
নিজেকে চিনিলে পাবে খোদা তায়ালা কে।
অসীম আল্লাহ সসীম ফলকে
হয় অসীম তুমি করে সাধনা।
সাথে সাথে থাকে মাবুদ প্রাণাপেক্ষা নিকটে
খুঁজলি তারে মসজিদে আর মন্দিরে কোন গোষ্ঠেতে।
যেদিকেই তাকাবি খোদা
অধম লাবিবের জ্ঞান হলো না।
রচনাকাল – 21/01/2014