লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
যাইনা চলে, তোর দুয়ারেই সদাই পড়ে থাকি,
কেমনে যাবো? আমি যে তোর ডানা বাঁধা পাখি!
2.
যবে ভাস্বর ছিল অতি পূষণ গগনে
হেরিনি হেলায় ছিনু মুদিয়া লোচন,
আজি তমিস্র নিশুতি মাঝে কি হলো মতি
সন্ধানে ব্যাপিত রহি নিরাশ কানন!
3.
চেয়ে থাকি পথ পানে,
দিনমানে রাত তবু, দেয় ফাঁকি!
তবু প্রতিক্ষন, মনপ্রাণ
আশাতে, বেঁধে রাখি!
পথ চেয়ে থাকি!
4.
আসবেই আবার
হাতে হাত মেলানোর দিন,
বুকে বুক রাখার দিন!
সেদিন পুষিয়ে নিবো সব;
আসবেই আবার মানব সাগরে
আলিঙ্গনের উৎসব!
সেদিন পুষিয়ে নিবো সব।
5.
আবার বাসযোগ্য হও বসুমতি
ফিরিয়ে দাও প্রিয়জনের আলিঙ্গন,
প্রভু- অভিশাপ তব আশীষ করো
জীবন করো, শঙ্কাবিহীন!
6.
এ কি অনুভূতি, বোধির প্রান্তে আমায় সহসা তাড়িয়ে যায়,
এ কি শুন্যতা, অনন্তের পথে তুমিহীনা মোর এ অসার ধরায়!
7.
কেনো একটি জনম প্রিয় তোমায় পাবো?
আমি শত শত জনম ঐ রূপ নিরখিবো!
পারি তো রয়ে যাবো এ ধুলির ধরায়,
নয়তো বারেবার আসিবো ফিরে হেরিতে তোমায়!
সকলে চায় এথা হতে চির প্রস্থান,
আমি চাই শুধু প্রিয় তোমার তরে যুগান্তরের বন্ধন!
8.
একটা আকাশ ভাড়া নিয়ে করবো মেঘের চাষ,
ইচ্ছে হলেই ঝড়াবো বৃষ্টি ধুইতে হা-হুতাশ!
জানি কেউ দিবে না ভাড়া-
তবু আমায় তাড়িয়ে ফেরে এক আকাশের তাড়া!
9.
আমি বলি স্বপ্ন বাসর
তোমরা বলো রাত,
আমি দেখি রূপের প্রদীপ
তোমরা দেখো চাঁদ!
10.
সুখবিলাসী জীবন আমি চাইনা কোনো দিন,
দিও তীব্র দুঃখের দহন আমায়, ভেজা দুনয়ন!
জানি নয়নবারির পিছল পথে, ফোটে তোমার ফুলের কলি!
তাই একজীবনের সবটুকু সুখ দিলাম জলাঞ্জলি!
লেখক – লাবিব মাহফুজ চিশতী