কবিতা – অন্বেষা

লাবিব মাহফুজ

ওগো, অনুভবে! প্রিয় মোর
কভূ নিকট! কভূ বহুদূর
আমার শরীর হতে!
কি জানি কি মনে! কাননে কাননে
প্রাণ হতে প্রাণে, খুঁজি সন্তর্পণে
আমা হতে কি, রয়েছো সুদূর?

খুঁজেছি তোমায়, দেহ আঙ্গিনায়
লুকায়েছো তাই, দূর সুদূরে যে হায়
যে আছে প্রাণময়, হয়ে আপনার!
কি করে সে রহে, দূর, বহুদূর?
আছো মিশে প্রাণে, প্রাণময় মোর!

রচনাকাল – 10/06/2023

আপন খবর