আপন ফাউন্ডেশন

১১ – নিত্য জ্বেলে রাখি প্রদীপ

Date:

Share post:

আমির হামজা শাহরিয়ার

নিত্য জ্বেলে রাখি প্রদীপ
অপেক্ষাতে নিরন্তর,
কবে আসবে আমার হৃদ বাসরে
মুর্শিদ প্রভু রূপ সুন্দর!

জপমালায় জপি আমি
দিবানিশি শ্রীনাম তার,
মোর আকুল ডাকে দিয়ে সারা
হৃদে এসো প্রাণেশ্বর।

চরণধুলি অঙ্গে ধরে
পূঁজবো তোমায় নিশিদিন,
আমার প্রেম পিপাসা মিটাইতে
রাখ মোর বাসরে শ্রীচরণ।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles