লেখক – লাবিব মাহফুজ চিশতী
জগৎব্যাপী বিরাজিত অনন্ত রহস্য সাগরের মন্থিত মণি-মুক্তা স্বরূপ একজন ‘পবিত্র মানুষ।’ যিনি অখন্ড চেতনায় সমগ্র জগৎকে তাঁর পরম আত্মোপলব্ধি’র দর্শনে একীভূত করে অনুভব করেন ও প্রকাশ করে থাকেন। তাঁর মাধ্যমেই জগতে প্রচারিত হয় ‘মানব ধর্ম’। যার মূলমন্ত্র হলো, “সমগ্র বিশ্বের একমাত্র সত্য হলো মানুষ তত্ত্ব, একমাত্র মানুষ তত্ত্বেই নিহিত প্রকৃত সত্য।”
মানুষের খোদা বিশ্বাস বড়ই নড়বড়ে। যেখানে মানুষ বিশ্বাসে অপূর্ণতা, সেখানে খোদা বিশ্বাসের স্থান কোথায়? মানুষ ব্যতিত খোদাকে যেখানেই কল্পনা করা হবে, সেখানেই প্রতিষ্ঠিত হবে অবিশ্বাস। যার থেকে জন্ম নেবে অবিশ্বাসীর দর্শন। মুসলিম জাতি আজ অধঃপাতে; তার কারণ – এখনো মুসলিম সমাজ বাকিতে বিশ্বাসী, নগদ প্রত্যাশী নয়। আজও হচ্ছে না মানুষ-দর্শন, বিধায় অধরাই থেকে যাচ্ছে খোদা-দর্শন।
মানুষ-তত্ত্বই একমাত্র সত্য। কারণ, মানুষই পরম সত্ত্বার চূড়ান্ত প্রকাশ। মানুষই আল্লাহর জাতপাক প্রকাশের আধার, নূরে মোহাম্মদীর লীলাক্ষেত্র। সমগ্র সৃষ্টিজগতের অস্তিত্ব নির্ভরশীল একটা মানব অস্তিত্বের ওপরে, যে অখন্ড অস্তিত্বটিই হলো সত্যের ধারক ও বাহক।
সত্যম-শিবম-সুন্দরমের অবয়ব একজন মানুষ। পৃথিবীতে একাধিক ধর্মের অস্বিত্ব থাকা অসম্ভব একমাত্র সহজাত শাশ্বত সত্য মানব ধর্ম ব্যতীত। আল্লাহ-ভগবান-গড বা ঈশ্বর বলে পৃথক কিছু থাকতে পারে না মানব সত্ত্বায় বিরাজিত সকল কারণের আদি কারণ পরম সত্ত্বা স্রষ্টার ‘মানব রূপ’ ব্যতীত। পবিত্র মানুষই একমাত্র পবিত্র সত্ত্বা; যার লয়-ক্ষয় বিনাশ বা পরিবর্তন নাই, নাই কোনো অংশীদার।
অপবিত্রতার গুণ খাছিয়তে আবৃত বা পবিত্রতার পথে উত্তোরন্মুখ মানুষের জন্য একমাত্র আরাধ্য, একমাত্র পূজ্য হলো একজন পবিত্র মানুষ (নিত্য মানুষ, সহজ মানুষ, দিব্য মানুষ, আলেক মানুষ, অধর মানুষ, সোনার মানুষ, সরল মানুষ, মনের মানুষ)। যিনি বিষয় মায়ায় আবদ্ধ পাপীদের পশুত্ব থেকে টেনে তুলবেন মনুষত্বে।
পৃথিবীতে মানুষ হলো এক জাতি। এদের জন্ম এক, পরিণতি এক, ¯্রষ্টাও এক। অতএব, একাধিক ধর্মবিশ্বাস অথবা একই ধর্মে মতোবিরোধ শুধু অযোক্তিকই নয়, অবান্তরও বটে। একক মানব-গোষ্ঠীর একক ধর্ম হলো মানব ধর্ম, শান্তিবাদ (ঔম বা ইসলাম)। এর প্রধান স্তম্ভ গুলো হলো বিশ্বস্ততা, সততা, সমতা, একতা, ত্যাগ, ভালোবাসা, সৌহার্দ্য-সম্প্রীতি ইত্যাদি। এই স্তম্ভগুলো দাঁড় করাতে হবে মিথ্যা, লোভ, হিংসা- অহংকার (শিরক/পাপ) ত্যাগের মাধ্যমে।
তথাকথিত ধর্মের সকল বিষ-বেড়াজালের উর্দ্ধে উঠে আমাদের সকলের উচিত মানুষ হওয়া। মনুষ্যত্বই একমাত্র পবিত্র বিধান এবং একমাত্র ধর্ম।
লেখক – লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক – আপন খবর পত্রিকা
চেয়ারম্যান – আপন ফাউন্ডেশন