লাবিব মাহফুজ
সবাই ভালো থাকে!
আমি শুধু বিষ-বাণে বিষাক্ত নীলকণ্ঠ
গলায় আটকে থাকা কবিতাগুলো নিয়ে
যাপন করি একটি একটি মৃত্যুরজনী!
প্রতিদিন বহুবার মরে যাওয়া দেহ
পড়ে থাকে প্রত্যাখ্যানের সাহারায়!
অনেকেই আমার অস্থি-মজ্জা তুলে নিয়ে
হয়তো সেরে নেয় উপহাসের ভোজ!
কোনো একদিন আমিও শামিল হবো
আমার শব-শান্তির আয়োজনে!
রচনাকাল – 28/12/2022