লাবিব মাহফুজ
হযরতে মুহাম্মদ মোস্তফা নবী
দুই নয়নে দেখবো কি আর
নবী তোমার ছবিরে।
আইয়্যামে জাহিলিয়াতের আবর মরু প্রান্তরে
মক্কা শহরে পাঠাইলেন দয়াল খোদায় তোমারে।
আব্দুল্লার ঔরশে, আমিনার উদরে
জন্ম হইলো তোমার জাহেরে।
শিশু কালে এতিম তুমি
সাথী সারা আরব ভূমি,
খাদিজার মেষ চড়াও হায়
মেঘের ছায়া ওপরে।
চল্লিশ বছর বয়সে, কাজের প্রয়াসে
যাইতে হেরা গুহায় ধ্যান করিবারে,
হেরা গুহায় ধ্যানে মশগুল করিলেন ধ্যান আল্লাহ কবুল
তিরিশ পারা কোরান দিলেন তোমারে।
রচনাকাল – 19/10/2010